পাইনি খুঁজে লাদেন সার্চেও ইতিহাসের দেহ
মাস্টারমাইন্ড ছিল একক আন্দোলনে কেহ।
যুদ্ধ শেষে বিজয় কিংবা মুক্তি আসার পরে
কৃতিত্বটা অনেকেই তা চাইছে নিতে ঘরে!
দেয়নিকো ছাড় আমজনতা ধরছে চেপে টুঁটি
হাইগা আইসাই খাইবা তুমি গরম গরম রুটি?
এত সোজা?ফুল ক্রেডিটটা একাই যাবে নিয়ে?
হাতের মুঠোয় রাখছো জীবন রণক্ষেত্রে গিয়ে?
কেন স্যার তা বলতে গেলেন?আন্দোলনে ছিলেন?
বিশ্বসভায় সব কৃতিত্ব একজনারেই দিলেন?
এই যে প্রথম জীবন দিল আবু সাঈদ বীরে
মুগ্ধ,আবির,স্নিগ্ধ,জাবির কেউ আসেনি ফিরে।
বুলেট বোমায় কোমায় গেল জাতির এত অরুণ
পঙ্গুত্বকে করল বরণ কত শত তরুণ!
একটি শব্দে হাসু আফায় মানলো যখন হার
সবই কি স্যার ঘটছে তখন প্লান মাফিকেই তার ?
তাই যদি স্যার সঠিক ভাবেন কিইবা বলব আর
তাকেই কেবল নিতে হবে সকল কিছুর ভার।