গৃহ বন্দি   মানব জাতির
কাঁদছে দু'টি  আঁখি,
খাঁচার পাখি   মুক্ত আজি
মানুষ খাঁচার  পাখি  ।

কর্মহারা  মানুষগুলোর
কাটছে  অলস  দিন,
জমানো সব  অর্থ শেষে
হচ্ছে শুধু  ঋণ ।
কষ্টগুলো  খুব যতনে
রাখছে লাজে  ঢাকি ।
খাঁচার পাখি   মুক্ত আজি
মানুষ খাঁচার  পাখি।

বিশ্বটা আজ   থমকে গেছে
বন্ধ  চলার  গতি,
প্রার্থনাতে   পাপী তাপী
ডাকছে  তোমায়  অতি ।
মাফ করে দাও  দয়ার  প্রভু
অভিমানটা  রাখি  ।
খাঁচার পাখি মুক্ত আজি
মানুষ খাঁচার পাখি ।

থেমে গেছে   সব কোলাহল
যাচ্ছে  উদ্বেগ  বেড়ে ,
মরার আগেই   মরবো  সবাই
ক্ষুধার  কাছে  হেরে ।
অসহায়ের  বোবা  কান্না
দিচ্ছে  আরশ   ঝাঁকি ।
খাঁচার পাখি  মুক্ত আজি
মানুষ  খাঁচার  পাখি  ।

বিশ্ববাসী  চেয়ে আছে  
আশা নিয়ে  ঢের,
সুস্থ হয়ে   উঠবে কবে
পৃথিবীটা  ফের  ।
দয়াল  মাবুদ   এই বিপদে
দিবে না 'কো  ফাঁকি  ।
খাঁচার পাখি  মুক্ত আজি
মানুষ খাঁচার  পাখি  ।