শপথের বরণ মালা পরে
ওখানে বসেছিল অনেকেই।
ক্ষমতার প্রতাপে কেউ দাম্ভিক ঈশ্বর হয়ে উঠেছে!
ভোটের ম্যান্ডেটে এসেও
স্বৈরাচারের তকমাও কুড়িয়েছে অনেকেই!
আসলে কেউ-ই হতে পারেনি জনতার!
ওখানে বসেছিল অনেকেই
মানুষের হৃদয়ে আসীন হতে পারেনি কেউ!
দেশ ও দশের দূর কথা
আপনার কল্যাণেই ব্যস্ত ছিল সব।
আসলে সংবিধান নয় অভিধান রক্ষা করেই নিয়েছে বিদায়!
রাজা-প্রজার ঘুচে গেলে ব্যবধান
বদলাতে যে হত পৃথিবীর তাবৎ অভিধান।
ওখানে বসেছিল অনেকেই
বুভুক্ষু মানুষের হাহাকার পৌঁছেনি সেখানে।
সাধারণ মানুষের চোখ দিয়ে নয়
স্তাবকদের চোখে দেখেছে দেশ,শাসনকার্য!
দ্রব্যমূল্যের নাভিশ্বাসে অনিদ্রা-অনাহারে
আজও চোখের জল ফেলে প্রার্থনায়
হতভাগা নাগরিক সমাজ।
ওখানে বসেছিল অনেকেই
নিজের নিরাপত্তার ত্রুটি না হলেও
জননিরাপত্তা চিরকালই ছিল উপেক্ষিত!
পেটের শিশুও নিরাপদ নয় মাতৃজঠরে!
রাজপথে এখনও চলছে অনশন-
"স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই"
জনগণ রাজার কাছে নয় এখনও খোদার কাছেই বিচার চায়!
জনতা রাজনীতির কূটকৌশল বোঝে না
শ্রমের মূল্যটা ভালো করেই বোঝে।
দু'বেলা দু'মুঠো ভাত পেলেই যথেষ্ট গতর খাটা পয়সায়।
চিরদিন স্বপ্ন ভরা চোখে আশায় বেঁধেছে বুক
এবার বুঝি ভাগ্যটা যাবে বদলে।
কিন্তু যে-ই বসেছে ঐ চেয়ারে
কষে একটা লাথিই জুটেছে জনতার ভাগ্যে!