আঁধারেতে ঢেকে গেছে ধরণীটা আজ
কবে যে উদয় হবে আলো মাখা রবি ?
কর্মজীবী মানুষের ছুটে গেছে কাজ
দু'চোখেতে দেখে শুধু হতাশার ছবি ।
কবিতা পড়ে কি কারো পেট ভরে কবি ?
ক্ষুধার জ্বালায় সবে ভুলে গেছে লাজ ।
এক মুঠো ভাত দাও বলে দুখী ববি
দেবো উপাধি তোমায় আমি কবি-রাজ ।
বুভুক্ষের হাহাকারে চারিদিক ভারি
অভিমানে মুখ গুঁজে রবে কতো আর ?
স্রষ্টা হয়ে তবু কেন করো এতো আড়ি ?
তুমি ছাড়া নেবে কে'গো এই গুরুভার ?
হতে পারিনি তোমার একনিষ্ঠ ভৃত্য
তাই বলে দেবে প্রভু করুণ এ মৃত্যু ?