কপাল পোড়ার দল
কপাল পোড়ার দল,
ধোঁকায় পড়ে বোকা সেজে
ফেলবি চোখের জল ।
কে পাঠাইলো তোরে ভবে
কার গুণগান করতে হবে
ভুললি তারেই তোরা সবে
কোন জ্ঞানেতে বল ?
কপাল পোড়ার দল ।
একবারও তোর হয় না স্বরণ
ঠোঁটের আগায় ঝুলছে মরণ
হুকুম পেলেই করবে বরণ
থামবে দমের কল ।
কপাল পোড়ার দল ।
এই দুনিয়ার মোহে পড়ে
আখিরাত না গেলি গড়ে
বুঝলিনারে নির্বোধ ওরে
শয়তানের ঐ ছল ।
কপাল পোড়ার দল ।
প্রদীপ জ্বলে সলতে তেলে
স্বর্গের চাবি পুণ্যে মেলে
সেই যদি কেউ ছুড়ে ফেলে
বুঝবে সে তার ফল।
কপাল পোড়ার দল ।