কুসুম মালিকা ছন্দেঃ ৮+৮
তারিখঃ ১৬/০১/২০২২ খ্রিঃ ।
যুগের আঁধার কেটে ফুটাই আলোর ফুল
সভ্যতা বিকাশে করি সৃজনে ভুবন জয়,
জাতির হৃদয়ে বাস নৈতিকতা করি চাষ
কলম সৈনিক আমি এ আমার পরিচয় ।
আছে জয়-পরাজয় তরবারির জিহাদে
লেখনীর জিহাদেতে কোনদিন নেই হার,
অসি ছেড়ে মসি হাতে নিত্য বিনা রক্তপাতে
কলম সৈনিক আমি জয়ী হই অনিবার ।
মা-মাটি ও মানুষের অধিকারে লড়ে যাই
দেয় পীড়া জালিমের শাসন আর শোষণ,
সমতার গান গাই হক কথা বলে যাই
কলম সৈনিক আমি জানি না ভাই তোষণ ।
মুক্তির পথ দেখাই জ্ঞানের মশাল জ্বেলে
সারথির ভূমিকায় প্রগতির খুলি দ্বার,
আগামীটা গড়ে যেতে সুন্দরের পরশেতে
কলম সৈনিক আমি শুদ্ধতার রূপকার।
ছবি হয়ে ঝুলে রবো ঘরের দেয়ালে হায়
মুছে দেবে ধুলা তার শ্রদ্ধাতেই, ঘৃণা নয়,
রয়ে যাবে মুখে-বুকে যাবে না'কো কভু চুকে
কলম সৈনিক আমি গর্বের এ পরিচয়।