চাইনি আমি বেশি কিছু - পাবো না যে পাছে
দু'টো দাবি ছিল শুধু ভালোবাসার কাছে-
দু'হাতে শাঁখা আর সিঁথিতে সিঁদুর
তাতেই হলো মন বেদনা-বিধুর !
আমিও কম কিসে ! সেফ জোনেতে থাকি
ভরসা করি তারে, দেই না তবু বাকি!
উড়ে যাবে বুনো পাখি পাকা ফল খেয়ে
হাতে- তালি দেবে সুখে গেরস্ত মেয়ে ?
ঘুঘু দেখেছে শুধু ফাঁদ দেখেনি দাদা !
রয়েছে কি সেকেলে কলিকালের রাধা ?
ফাগুনের এ আগুনেতে ভস্ম করে লজ্জা
আবেগেতে সপে দিতে রচে না ফুলশয্যা ।
এই প্রেম'টাকে যদি কভু ছেলেখেলা ভাবে
শেষ বেলাতে এসে চাঁন্দু ঠিক'ই ধরা খাবে ।
খোয়াবে সে জামানত পাবে নাতো আর-
সমস্ত সনদের মূল-কপি তার ।