নৌকায় হাল নাই
মাথায় মাল নাই
বাসায় চাল নাই
জীবনটা মনে হয় যেন চুনোপুঁটি !
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
কারো মুখে হাসি নাই
বুকে সুখ-রাশি নাই
স্বজোরেতে কাশি নাই
রোগী ভেবে স্বজনেরাও করে ভ্রূকুটি !
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
চারিদিকে হাহাকার
প্রাণে বেঁচে থাকা ভার
মনে সাহস রাখা ভার
যেভাবে মহামারি প্রাণ নিচ্ছে লুটি !
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
তবু কারো হুঁশ নাই
হালাল আয়ে খুশ নাই
ঘুষের মতো জুস নাই
মরণের ভয় বুঝি গেছে ওদের টুটি!
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
দুর্নীতি থামে না
ভেবে মন ঘামে না
লোভটা যে নামে না
উপরি সে আয়-টা ঐ ধনী হবার খুঁটি !
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
দেশ নিয়ে ভাবে যে
ঘুরপাক খাবে সে
ভেবে নাহি পাবে সে
কী করে হবে দেশের আগামীর বুটি !
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
নষ্টা -ভ্রষ্টা নারী সব
করছে বাড়ি -গাড়ি সব
গড়ছে টাকার কাঁড়ি সব
কাঁচা দেহের মধু বেঁচেও সম্মানে নয় কুটি !
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
ভাবতে বড় অবাক লাগে
কেমনে তাদের রুচি জাগে
সে পতিতাদের অনুরাগে
উঁচু তলার মানুষগুলো করছে তাদের জুটি !
কবিতা আমায় আজি দিয়ে গেছে ছুটি।
আশার কথা হলো বস
চামড়া ব্যবসায় নামছে ধ্বস
প্রশাসন বের করছে রস
রিমান্ডেতে মারের চোটে খাচ্ছে লুটোপুটি !
কবিতা তুমি এসো গো ফিরে আমায় দিয়ো নাকো ছুটি।