ঘরে নেই চাল,জানে না কী হবে কাল!
সমস্ত আকাল যার দুয়ারে দেয় হানা,
বিত্তের চেয়ে চিত্তটা'ই বড় ঢের
হয় না'ক হেরফের,' ছায়া-সঙ্গী দুঃখ-ব্যাথা
পরশ্রী সুখ'ই তবু অনন্ত প্রার্থনা।
গায়ের জোরে নয় কলমের জোরে
সম্বল করে ন্যায়-নীতি,দলিত-মথিত করে মৃত্যু ভীতি
শাষণ-শোষণ,বুলেটের ভয় করে জয়
রুখে দাঁড়ায় অন্যায়-অবিচারে-
একটি নতুন নিষ্পাপ ভোরের প্রত্যাশায়।
সৌহার্দ্য-সম্প্রীতি, লালন করে এ মূলনীতি
করতে ইতি বর্ণ-ধর্ম ,জাত-পাতের বিভেদ- শান্তির বার্তা দিগন্তে করে জারি-
প্রেমের পুজারি,মানবতা করে চাষ,
স্বপ্নময় চোখে বাস সুন্দর একটি আগামী...
ক্লান্ত আঁখি তবু রাত জাগা পাখি হয়ে
বিশ্বব্রক্ষ্মান্ডের জ্ঞান করে অনুসন্ধান,
ঘোর অমানিশা,কেটে দেয় আলোর দিশা
স্বপ্ন-তৃষা যার- দেখে যাবে একটি নির্মল পৃথিবীর ছবি, তিনিই হলেন কবি।।