যারাই আসে রাজক্ষমতায়..............
বাকিটা পাঠক জানেন আর জানে আমজনতায় ।
এদেশের সুখী জনগণ--
শ্লেষের হাসি দিয়ে ডিলিট করে দেয়-
উন্নয়নের ফিরিস্তি ভরা প্রতিদিনের এসএমএস
হরিলুটের উৎসবে শরিক হয়ে দেহরক্ষী চায় ভোট ঘরের চৌকিদার!
মহান প্রভুদের এই তো সাফল্য!
ইস! আবার যদি আসতো খুলাফায়ে রাশেদীন......
ঋণের বোঝা মাথায় নিয়ে ভূমিষ্ঠ হয় আমাদের সন্তান
দিন-দিন পঙ্গু,অথর্ব হয়ে উঠে আগামী
সবাই যখন মঙ্গল চষে আমরা বেঁচি শ্রম!
মিসকিন,শ্রমিক,ক্লিনার জাতির খেতাব কুড়াই বিশ্ব সমাজে!
রাখবো কোথায় এত আনন্দ! হাসি থামে না পাগলা নুরুর !
অথচ এদেশেই একদিন ভিড় জমাতো সাদা চামড়ার মৌমাছিরা
আহারে! আমার সোনার বাংলা !
কবে যে ফুঠবে তোমার হাসি...........
চিন্তা করি না ! ভরসা আছে ঈশ্বরে...........
সহজেই ধরা পড়ে জনতার এ অভিনয়।
যে খাতে লুণ্ঠন,উন্নয়নের পাহাড় সেখানেই!
দেশ ভরে যায় সেতু-সাকোয়!
আর আগুন লাগা বাজারে পোড়ে জনগণ।
কবে যে ফিরবে সুদিন................
দেশটা কেবল এগিয়ে যায় খয়ের খাঁ 'দের মুখে
বস্তুত নিয়ত নিহত হয় বেঁচে থাকার আহ্লাদ
"নুন আনতে পান্তা ফুরায়" আরো জীবন্ত হয় এ প্রবাদ!