আমরা ইতিহাস জানতে ভালবাসি
পছন্দ করি ইতিহাসের নন্দিত নায়কদের গল্প
কিন্তু ইতিহাস রচিতে চাই না কেউ
চাই না হতে ইতিহাসের অংশ!
যেমন করে রচিত হয়েছিল ইতিহাস বায়ান্ন,একাত্তর,নব্বই কিংবা চব্বিশে।
সালাম,জব্বার,রফিক,বরকত,সাত বীরশ্রেষ্ঠ,
নূর হোসেন সবশেষ আবু সাঈদ
যেমন করে কিংবদন্তি হয়ে উঠেছিল মিছিলে-সংগ্রামে।
যেমন করে জীবন মুঠোয় ভরে
খেতাবপ্রাপ্ত হয়েছিলেন বীরশ্রেষ্ঠ,বীর উত্তম,
বীর বিক্রম,বীর মুক্তিযোদ্ধা,অধুনাকলে ছাত্র জনতা।
ওরাই জাতির সূর্যসন্তান,ওদেরই অপেক্ষার প্রহর গোনে মহাকাল।
আমরা আসলে ফলটাই খেতে ভালবাসি খুব!
গাছ লাগানো কিংবা তার পরিচর্যা নয়!
গোলা ভরতে ভালবাসি সোনার ফসলে
নেপথ্যে কৃষকের সীমাহীন কষ্টকেই যত ভয়!
স্বপ্ন দেখাতেই যত সুখ আমাদের
বাস্তবায়নে চিরদিন মুক্তাদির কাতারে!
জীবনের ভয় আমাদের কুরে কুরে খায়
প্ল্যাকার্ড হাতে তাই বলতে পারি না-ইনকিলাব জিন্দাবাদ।
যখনই সাহস করে কেউ ভয়কে করে জয়
বিপ্লবী হয়ে উঠে সত্য সুন্দর প্রতিষ্ঠায়,
তখনই ফাগুন আসে বায়ান্ন,একাত্তর,নব্বই কিংবা চব্বিশের
তখনই সৃষ্টি হয় নতুন ইতিহাস
অতঃপর তাঁরাই হয়ে উঠে ইতিহাসের কিংবদন্তি পুরুষ।