কী সাংঘাতিক পোলা রে বাবা!
বেহুদাই তোকে বলদ ভাবতাম!
এইভাবেই আমাগো বিজ্ঞান খাওয়ালি?
এইভাবে আমাগো বেইচ্চাও দিলি?
অশ্রুর বদলে কাদা আসত চোখে যার!
সারমেয়'র সঙ্গেই যার মিতালি-অবসর!
এত সহজেই কী ভোলা যায়-'সাড়ে আড়াই হাজার' কথা!
এখনও পড়ে মনে-
পাচুন ফেলে হাসতে হাসতে লুঙ্গি ভিজাইছিল করিম কাক্কু!
কেমন শিক্ষিত পোলা রাইখা গেলেন মিয়া সাহেব!
কথার নাই একরত্তি ছিরি!
সেই দিলো কিনা এত্তো বড় বাঁশ!
সেলুকাস!সত্যিই সেলুকাস!
কত কী স্বপ্ন দেখাইল!
দ্যাশটারে নিয়া যাইবো চাঁন্দের দ্যাশে!
কম্পুটারেই নাকি হইব সব!
নাওয়া-খাওয়া,চাষাবাদ............
নমঃ নমঃ ভজন করবো আমেরিকা-ইউরোপ!
কেমন পোলা রাইখা গেলেন মিয়া সাব!
জনগণের স্বপ্নও করল হরিলুট!
কমিশন খাইল!স্বপ্ন খাইল! নিরাপত্তা খাইল!
কী সাংঘাতিক পোলা রে বাপ!
সবশেষে বেইচ্চা খাইল দ্যাশের মানুষের পরিচয়!