আমি এই আশংকা বুকে নিয়ে কেমনে ভালো থাকি?
কখন যেন, কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !
কখন যেন, কখন যেন নিঠুর পাখি দিয়ে যাবে ফাঁকি !

এই পৃথিবীর কেউ'তো আমার নয়রে আপনজন
বৃথাই সবার মিথ্যে প্রেমে পাগল হয় এ মন !
আপন যে জন তাকেই আমি পর করে যে রাখি !
কখন যেন,কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !

অর্থ-বিত্তের নেশায় করছি সারা জীবন ছাই
বিদায় বেলায় দেখবো চেয়ে সঙ্গে কিছুই নাই !
শূন্য হাতেই যায়'গো সবাই,'দেখেও গুমরাহ থাকি?
কখন যেন, কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি!

জীবন ভরে করছি কতো শক্তিমত্তার বড়াই
সাহস না পাই করতে আজি মৃত্যুর সাথে লড়াই !
সবার দশা আমার মতোই ভেবে দেখছো নাকি?
কখন যেন,কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !

দম ফুরালে প্রাসাদ-খানাও দেবে না আশ্রয়
শেষ ঠিকানা ছোট্ট কবর চৌদিক আঁধারময় ।
সাহায্যকারীও কেউ হবে না হাজার যদি ডাকি।
কখন যেন,কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !

রোজ হাশরের চিন্তা করো ধরছি সবার পায়
কেউ পাবে না রক্ষা সেদিন আমল বিনে হায়।
সৎকর্মই নগদ ওপার আর সকল'ই বাকি।
কখন যেন, কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !