আহ্!ভাবতেই জনতার কেঁপে উঠে বুক!
রক্তে অর্জিত স্বাধীনতার কী ভয়াবহ সুখ!
পাগলেও হাসে আজ অট্টহাসি!
স্বাধীন রাষ্ট্রের প্রজা সকল নিজ দেশেই যেন পরবাসী!

শেখানো কথাই বলতে হয়!
দেখানো পথেই চলতে হয়!
সাহস করে কেউ যদি এখানে চাইতে আসে অধিকার
রাষ্ট্রীয় খেতাব জুটে তার ললাটে দেশদ্রোহী রাজাকার!

যেখানে বৈষম্যের বিরুদ্ধে লড়তে এসে
তরুণ প্রজন্মকে জীবন দিতে হয় হেসে!
যেখানে প্রাণের চেয়েও সম্পদ দামি!
নিহতেরাই হয় যেখানে আত্ম-খুনের আসামি!

এমন স্বাধীন দেশেই আজ আমাদের বসবাস
যেখানে যত্রতত্র পড়ে থাকে-
বুলেটে ঝাঁঝরা হ‌ওয়া প্রতিবাদী ছাত্রের বেওয়ারিশ লাশ!
এমন‌ স্বাধীনতাই জাতি পেয়েছে হায়!
নারকীয় হত্যাযজ্ঞ ও বিভৎসায়!
অসহায় বাপ-মা খোদার কাছেই কেবল সন্তান হত্যার বিচার চায়!