যার যায় সেই বোঝে-
হারানোর বেদনা কতটা সুখের!
আমাদের জায়গায় কল্পনা করে দেখ নিজেকে
কিছুটা হলেও বুঝবে জীবন্মৃতের সংজ্ঞাটা কী !
হুমকি-ধামকি অনেক তো শুনলাম !
তোমাদের নিন্দা প্রস্তাবে কান ঝালাপালা!
মরতে মরতে আমরা শেষ !
ঈশ্বরের নাম নেবে শেয়াল,শকুন আর কুত্তাগুলো !
ট্রাক-ট্রাক, টন-টন খাবার পাঠাচ্ছো!
ওসব আজ খাবে কে?
তারচে বরং কাফনের কাপড় দাও ত্রাণ !
সঙ্গে গোর খোদক......
অনন্ত নিষ্পাপ কিছু দেবশিশুর সৎকার হবে সম্পন্ন!
তাতেই রবো চিরকৃতজ্ঞ,হে বিশ্ব বিবেক !