বউকে নিয়ে ঘুরতে যাবো
অনেকটা দিন পরে,
লাদেন খোঁজা খুঁজেও পাইনা
কাবিননামা   ঘরে ।

সাক্ষী-বেটার নেই কোনো খোঁজ
পটোল তুলছে কাজি !
কেমনে বলো বউয়ের বায়না
পূরণ  করবো  আজি ?

বাধ্য হয়ে আরেকটি বার
করতে  হবে  বিয়ে !
গেলাম দ্রুত কাজি অফিস
বিয়ের বউকে নিয়ে ।

সময় খারাপ ! কাজি সাহেব -
চায় না নিতে রিস্ক !
কী প্রমাণ তার নয় যে এটা
আরেক সিডির ডিস্ক ?

ছুটছি এখন লোকাল থানায়
জিডি  করতে  হবে !
নাস্তানাবুদ  হই না যেন
দোয়া করবেন সবে ।