চার চোখ যদিও না হলো মুখোমুখি!
আলো-ছায়ার পরিচয়েই দুজনে সুখী।
তোমার রূপ মাখি কবিতার গায়
কাব্যরূপা বলেই তোমাকে ডাকি,
পা থেকে চুল যার শৈল্পিক অলংকার
নয়নের তৃষা তবু বিরাগে পুষে রাখি !
আলাপনে মাঝে-মাঝে শর্তটা টানো-
দেখার ইচ্ছে মনে করো না'ক যোগ,
রয়ে যাবো দুজনাতেই কল্পের তুমি
অদেখা'র ব্যথাটাকে করো উপভোগ।
জাগরণে আজো তুমি রয়েছো অধরা
স্বপনে এসে ঠিক'ই সুখ দাও রোজ,
লজ্জার আবরণ খাটতলা ফেলে
উপহার দিয়ে যাও শুচিতা ফরজ !
উৎসর্গঃ কবি আবির সাকিব ভাইকে।