জন্মে একা,মৃত্যে একা,পেয়েছে কেউ কি সাথী তাতে বলো?
লড়বে একা,গড়বে একা,দলিত করো আজি যতোসব ভয়।
এক থেকেই সৃষ্টি এ মানবসমষ্টি,এক সংখ্যাটি আদৌ তুচ্ছ নয়।
না দাঁড়াক পাশে কেউ ফাগুন আনতে,দুর্জয়ে নির্ভয়ে একেলাই চলো।
রাত্রির গর্ভে প্রভাতি আলোর ফুল,এক সূর্যের ঔরসেই জন্মে দেখো
থাকবে কোন বীরের নামের স্বাক্ষর,শুদ্ধতার সূচনায় অভিযান হেনে?
স্বরণে রাখে পৃথিবী তারেই,আত্নত্যাগে যে পরের কল্যাণ কেনে।
কালের সীমা পেরিয়ে তুমি মহাকালের বুকে নিজের নামটি লেখো।
অসুন্দরের গায়ে সুন্দর মেখে,নির্মল করার পণ এই হোক সাধন
ধুলায় লুটাবে তারুণ্যের শক্তি,হিম্মত আছে এ জগতে কার?
চিরদিন'ই ভয়ে মাথা নত করে অধর্ম -অনাচার বুকে যার।
বিজয়ী বেশে ফিরে যাও হেসে,বরণ করো যুগের অভিবাদন।।