লিমেরিক

যৌতুক  লোভী  বরকে  বধূ  মুচকি হেসে বলে
স্বপ্নে দেখি আমায় হীরের  হার  দিয়েছো গলে ।
বললো  স্বামী   ঘাড়টি  ধরে
আসবি  ফিরে  হারটি  পরে
আনবি বাপের বাড়ি থেকে স্বপ্ন  ভঙ্গের ফলে ।