যতই যাচ্ছে দিন,ততোই হচ্ছো যেন দূর গ্রহবাসী !
ফিকে হয়ে যাচ্ছে সে ভালোবাসার হাসি!
পাষাণ থেকে পাষাণ হচ্ছে মন!
এই কি আমি তোমার সেই প্রিয়জন?

উত্তর পাই না খুঁজে নিজের অভিধানে !
কোথায় হারালো সেই আবেগ?
এত নিখাদ ভালোবাসাও হয়ে গেল দাফন?
কি করে তোমায় ভুলে অন্য কাউকে
করে নিলাম আপন!

সময়ের সাথে গেলে স্মৃতি থেকে মুছে!
দু'চোখের তারায় আঁকতে পারি না তোমার ছবিটাও আজ!
খুব অবাক হয়ে নিজের কাছেই নিজে পাই লাজ!
মানুষ বুঝি এমনই! তাই মানুষের মন এমন নির্দয়!
দৃষ্টির আড়াল হলেই সে মনের আড়াল হয়!


(আজ আমার বাবার ১৩তম মৃত্যু বার্ষিকী। বাবাকে স্বরণ করে বাবার নিবেদনে কবিতাটি লেখা)