হে প্রজন্ম!নিতান্তই সাধারণ
কিছু কথা বলে রাখি শোন,
যদি শুদ্ধ হয় নেতৃবৃন্দের মন
সোনার মানুষ হবে জনগণ।
এতকাল যা পারিনি বলতে
ইচ্ছে ঘাতকরূপে হয়েছে চলতে!
নেই এখন আর কোনো সংশয়
ভয়কে আজ করেছি জয়,
তোমাদের চোখেই যে দেখেছি-
বিগত যৌবনের সে প্রত্যয়।
স্বদেশ সৃষ্টির শুরু থেকেই
যাদেরকে করেছি বিশ্বাস,
দ্বিধা করিনি যাদের কথায়-
ছেড়ে দিতে শেষ নিঃশ্বাস!
ভেবেছি যাকে ভাগ্য বিধাতা
প্রবঞ্চনা করেছে সে-ও!
কায়েমি স্বার্থই কেবল দেখেছে তারা
সংকীর্ণতার ঊর্ধ্বে যেতে পারেনি কেউ!
যারাই পেয়েছে একবার ক্ষমতার স্বাদ
তারাই সহসা হয়ে গেছে বরবাদ!
ভুল পথে হাঁটেনি জনতা হেঁটেছে নেতারাই
বাংলাদেশের ইতিহাস সে কথাই কয়,
সত্যিকারের দেশপ্রেমিক সাধারণ মানুষ-ই
সিংহভাগ নেতৃবৃন্দ কখনোই নয়।
স্বাধীনতাও চায়নি নেতাদের অনেকেই
চায়নি পুব আর পশ্চিমের খন্ডন,
স্বাধীনতা চেয়েছে রক্ত দিয়েছে
এদেশের মুক্তিকামী জনগণ।