যদি মাইরাই ফালাবি খাওয়ালি কেন?
কত শিক্ষিত তোরা জবাব দে পিও।
আবেগের বশে কেউ হত্যা করে?
হতে পারে মানুষ এতটা বর্বর?
বুঝতে পারেনি নির্বোধ ছেলেটি
লেবাস পরা তোরা যে শিক্ষিত জানোয়ার!
কলঙ্কিত করেছিস প্রাচ্যের অক্সফোর্ড
রক্ত দিলি মেখে শিক্ষার গায়!
শিক্ষিত বাবুদের ছিল কত সন্মান
বদলে দিলি সেই অভিধান!
বায়ান্ন,ঊনসত্তর,একাত্তর,নব্বই কিংবা চব্বিশ
যেখান থেকেই শুরু প্রথম প্রতিবাদ,
যেখান থেকেই কাঁপাত জালিমের মসনদ
ভুলে গেলি সেই সোনালী ইতিহাস?
যেখান থেকে মানুষ আলোকিত হয়
সমাজ চালায়,রাষ্ট্র চালায়,বিশ্ব চালায়,
যেখান থেকেই শেখে ন্যায়-অন্যায়ের প্রভেদ
মানুষ হত্যার প্রশিক্ষণ কেন্দ্র,গড়লি তোরা সেখানেই!
সাধারণ মানুষের ঘৃণা আর ধিক্কারে
শিক্ষিত- এ পরিচয় বড় লজ্জার!
মানুষ হওয়া যায় কতটুকু শিক্ষায়?
জবাব চাই আজ জবাব দে পিও।