পান থেকে যদি খসে চুন
রাগে-জিদে হই সবে খুন!
কেউ তখন খুঁজি না
কারো ভালো গুণ!
আমি'ই ঠিক সেই ভুল!
ছাড় নয় একচুল
ভালোবাসা দিন-দিন হয়ে যাচ্ছে নুন!
শিক্ষা-দীক্ষা বেশি যার
বড় মাপের মন তার,
পাগলেও বলবে যে-
কথা এটাই ঠিক।
উল্টো'টাই হয় দেখি!
বাস্তবতা নয় সে কি?
বিদুষীদের দিচ্ছে তাই মূর্খেরা ধিক!
নৈতিকতা দাহ করে
আরো চাই' -এর মোহে পড়ে
অবলীলায় করে পাপ-
কী করে ভাই বলুন? যতো বড় জ্ঞানী-গুণী
ততো বড় পাপী শুনি!
শিক্ষা-দীক্ষার তবে কি আর রইলো কোনো গুণ?