কিছুই দেবার বলো নেই কি অধিকার?
শুধুই খেয়ে-পরে নিয়ে যাবো বিদায় ?
তবু গ্রহীতা'ই রয়ে গেলাম পৃথিবীর খাতায়
নামটি থাকলো ঋণীদের তালিকায় !

ঘুমোতে দেয় না বিবেকের দায়বোধ
সাধ্যের ভিতর থেকেই করে যাও কিছু,
সাধারণের মধ্যেই অসাধারণ হও
সময় ছুটে চলবে তোমার'ই পিছু।

দেহের মতো করেই মিশে যাবে মাটিতে
বিধাতার দেওয়া সে অমূল্য উপহার,
না পারলাম জাগাতে সে সুপ্ত প্রতিভা
অদেখা'ই রয়ে গেলো ক্যারিশমা তার।

বিষন্নতা গিলে খায় প্রতিটি সেকেন্ড
এই বুঝি শেষ হয়ে গেলো আয়ুষ্কাল !
সময়ের হাতে দিলে অমৃতের পেয়ালা
মানুষেরে তুলে দিলে উৎকণ্ঠার থাল !

দিনের ক্লান্ত তনু-মন বিদ্রোহী নিশিতে
ইচ্ছের বিরুদ্ধেই রোজ রাতে মরি ,
এতো ছোট্ট জীবন কেন দিলে বিধাতা?
কোন'টা রেখে বলো কোন'টা যে করি?