আজি হ্যাপি ম্যারেজ ডে'তে
সত্যি কথা বলতে চাই,
যেমন আছি আমরা দু'জন
এইভাবেতেই চলতে চাই।
দেখতে দেখতে বছর কতো
কোথায় যেন হারালো !
কল্পনার ঐ সুখগুলো সব
সামনে এসে দাঁড়ালো।
স্বপ্নের রঙে সাজলো আমার-
জীবন প্রেমের পরশে,
ধন্য আমি তোমায় পেয়ে
মন নাচে সেই হরষে।
এমন জীবন সঙ্গী মেলে
সাত পুরুষের পুণ্যেতে ,
সংসার সুখের হয়'গো ক্রমেই
দুঃখ হারায় শূন্যেতে।
তোমার প্রেমের মূল্য দেবার
এই কালেতে সাধ্য নাই,
পরজনমেও জান্নাত মাঝে
সঙী যেন তোমায় পাই।