ছাত্রদের অধিকার চাস কাড়তে তোরা
তাদের যে চলার গতি পাগলা ঘোরা ।
যতই ধরিস লাগাম টেনে
কভু না থামবে ওরা।

এতকাল চুপ ছিল সব সহ্য করে
যা ইচ্ছে তাই করেছিস শক্তি-জোরে।
যায় না তো এইভাবে আর  চলতে দেয়া
ডুববে জাতির ভাগ্য খেয়া
গহীন জলের অন্ধকারে ।
জেগেছে ছাত্র সমাজ
উপড়ে ফেলে দেবেই যে আজ
বৈষম্য আর অনাচারের সকল গোড়া।

এতকাল যা বলেছিস সব‌ই ওরা আসছে শুনে
বাবা-মা'র মুখের পানে চেয়ে শুধু ধৈর্য্য গুণে।
পারে কী এইভাবে কেউ থাকতে বসে
চৌদিকেতে হিসাব কষে
দাফন করে তারুণ্যকে বুকের কোণে।
জেগেছে ছাত্র সমাজ
সব পোড়ায়ে দেবেই যে আজ
বৈষম্য আর অনাচারে যা এতদিন ছিল মোড়া।