বিদায় বেলা আসন্ন
রাত্রি প্রায় হলো ভোর
জাগ-রে মুসাফির তুই
যাবার সময় হয়ে গেল তোর।
আর কত থাকবি তুই ঘুমে?
মরার মতো করে শয্যাতে পড়ে
আরাম-আয়েশ চুমে!
এসে গেল জীবনের সমাপনী ফজর
কাটলো না তবুও ঘুমের ঘোর!
যাবার সময় হয়ে গেল তোর।
অল্প ক'টা দিন যাবে কেটে নিমেষেই
কোনোদিন এখানে আর হবে না'ক আসা
মিথ্যে এই পৃথিবীর প্রেম-ভালোবাসা
অনন্ত সত্য প্রেমময়ের নিলি না খবর
যাবার সময় হয়ে গেল তোর।
বিদায় বেলার ক্ষণকাল আগে
কত স্মৃতি-কথা মনে হয় অনুরাগে
সমস্ত আফসোস এক সঙ্গে জাগে
যদি আরেকটু দীঘল হতো-
ঐ মায়াবী জোসনা রাত
আরো কিছু সময় আগলে রাখতাম
প্রিয় স্বজনের হাত।
সময় চলে সময়ের গতিতে
সাধ্য আছে কার তারে আটকাবার?
জানা সত্যটি উপেক্ষা করে বারবার
ধোঁকায় পড়ে বোকা সাজলি
রাখলি না আপন নামের স্বাক্ষর
যাবার সময় হয়েই গেল তোর।