হরি কাকা স্যরি বলেই সিঁথি কাটে চুলে তার
ঘটনাটা ঘটে যেটা ছোট্ট একটি ভুলে তার!
অফিসারও রাগে আরও তারও খুবই ত্যাড়া ঘাড়!
রহস্যময় প্রশ্ন ছোড়ে-বেলতলায় যায় ন্যাড়া আর?
ষাটের প'রে এসেও সে যে গুন্ডামিটা ছাড়ে নাই
পুন্ডামিটা করে আজো হিতাহিত জ্ঞান বাড়ে নাই!
দুষ্ট-কুটিল জটিল বুদ্ধি মাথায় শুধু ঘুরে তার!
ডাণ্ডা খেলে যাবে চলে শয়তানি ভাব দূরে তার!
ইচ্ছে করেই দিচ্ছে প্যারা বিবেকের যে মানা নাই!
তক্ত-পোষে শুয়ে-বসে রাষ্ট্রের যেন খানা খাই!
বাড়িঘর বা বনের আগুন নিভে যাদের সেবাতে
কে বা কবে বলে তাদের মনের আগুন নেভাতে!
ক্রমে ক্রমে লোকে জমে তিলকে আরও করে তাল
পরিস্থিতি দিতে সামাল বাজার মালিক বেসামাল!
উঁকি মারে জটলা ধারে শিশু থেকে বুড়ো যে!
শোনার পরে হেসে মরে ভিক্ষাজীবী খুড়ো যে!
হরি কাকা ছড়ি হাতে সাথে নিয়ে নাতিকে
সবজি কিনতে চিন্তে করে কিনছে গিয়ে হাতিকে!
আলু-পটল মূলা-গাজর পাঁজর ভাঙে দামেতে!
স্বর্ণ তুল্য চড়া মূল্য শিম-টমেটোই নামেতে!
ঠাট্টা-ছলে বণিক বলে- ভাগুন কাকা ভাগুন যে!
পুড়ে যাবেন!বাজারেতে লাগছে কিন্তু আগুন যে!
অভি-নব ভাবনা হঠাৎ কাক্কুর মাথায় উঁকি দেয়!
টেলিফোনে ফায়ার সার্ভিস খবর দেয়ার ঝুঁকি নেয়!
এক ঢিলে দুই মরবে পাখি নড়বে টনক সরকারের!
আমজনতার পক্ষ থেকে এটা খুবই দরকারের!
আসলো ছুটে ফায়ার সার্ভিস পরম দুখে ভাসলো আজ!
চরম নাটক জমল শেষে পাঠকবৃন্দও হাসলো আজ!