অশ্লীলতা ছড়িয়ে দাও,নষ্টামিতে ভরিয়ে দাও  
গোটা দেশটা আজ,মাদক সেবন করতে দাও,
মরার আগেই মরতে দাও,ওদের মতোই গড়তে
দাও বিপথগামী সমাজ।পঙ্গু হয়ে থাকুক জাতি,
সামনে আসুক আঁধার রাতি,নেশার সুখে উঠুক
মাতি  এটাই ওরা চায় ।  রইছে কেন বন্দি ওরা?
ওরাই হলো ভ্রষ্টের গোড়া, থামলে ওদের চলার ঘোড়া,সব পিষ্ট করবে পায়।

আজকে কিছু বুদ্ধিজীবী(!) কীট-রূপী সেই সাহেব-বিবি,তাদের ব্যথায় কাতর হয়ে,প্রতিবাদের ব্যানার লয়ে,করছে দেখি এমন দাবি,যাদের হাতেই নাশের চাবি,যারা ধুঁকে-ধুঁকে করছে শেষ,রক্তে কেনা সোনার দেশ, যাদের  তরেই  যাচ্ছে  দেশটা জাহান্নামে চলে-
তবুও ওদের মুক্তি চায়,নচেৎ জ্বালবে আগুন দেশের গায়, সুনাগরিক এরাই হায়! হাসবো নাকি কাঁদবো আমি দাও না আমায় বলে।