বিদ্যার ছিটেফোঁটাও নাই যার ভিতরে
তার কথা যায় মানা,
জ্ঞানের দীপশিখা দু'চোখে জ্বলে যার
তাকেও যে দেখি কানা!
কোনটা ঠিক আর কোনটা যে ভুল
প্রহেলিকায় বুঝতে পারে না একচুল!
পরের ধনকেই ভেবে বসে আপনার
দূরে ঠেলে হেলায় যা নিজস্ব ছিল তার!
মিথ্যের প্রলুব্ধে সত্যকে ছুঁড়ে ফেলে
দুনিয়াকেই ভেবে বসে মৌবন!
আলেয়াকেই আলো ভেবে মরিচিকার পিছু ছুটে
খরচ করে ফেলে জীবন-যৌবন!
যত পায় তত চায় আজব এক নেশাতেই
হরদম ব্যস্ততা প্রজা থেকে রাজাতে!
অথচ যেখানেই অনন্ত আশ্রয়
বেমালুম ভুলে যায় সে ঘরখানা সাজাতে!
আঁধার সরাতে পারে না সে ঘরের
বৈধ কী অবৈধ পন্থায় অর্জিত ধন,
ছোট্ট সে ঘরখানার প্রদীপ জ্বালাতে
পূণ্যের কেবল প্রয়োজন।