মাষ্টার মশাই প্রশ্ন করে বলতো মাথা ঘেঁটে
বাসা থেকে স্কুলেতে আসছি আমি হেঁটে ।
দূরত্বটা আধা মাইল, বয়স আমার কতো ?
যোগ্য শিষ্য ভাববো তারে হবে না যে নতো ।
কেমন প্রশ্ন করলো স্যারে ভাবছে সবাই বসে !
নেই সমাধান গণিত শাস্ত্রের হাজার অংক কষে ।
সমাজ, বিজ্ঞান, ধর্ম শিক্ষা মানবে সব'ই হার ।
ফিসফিসিয়ে কেউ'বা বলে-জিনিস একখান স্যার।
পিছন বেঞ্চের হারু বললো-চেঁচিয়ে দরাজ গলে
বয়স ,' স্যারের পঞ্চাশ হবে ক্যালকুলেশন বলে।
অবাক হলো মাষ্টার মশাই ! কেমনে বললি হারু?
সত্যিই আমার বয়স পঞ্চাশ,মায়ের নামটি পারু।
বললো হারু -'হাফ্ পাগল এক -ভাই আছে তার কানা
পঁচিশ বছর বয়স যে তার নিশ্চিতভাবেই জানা।
ফুল্ -পাগল'ই ভাবছি স্যারকে, এমন প্রশ্ন শুনে !
হাফ্ - পাগলের সাথে শুধু ডাবল দিছি গুণে।