হে,আজগুবি এই ফতোয়া কোথায় পেলে ভাই?
শুনে তাজ্জব ! লজ্জায় আমি রক্তিম হয়ে যাই !
জৈবিক টানে স্বামী-স্ত্রীর বৈধ মধুর রঙে-
শরীর তখন নাপাক হয়'গো বলো কত ঢঙে !
ছোঁওনি তোমরা ধর্ম-গ্রন্থ পড়ছো সস্তা চটি বই
দলিল আছে শাস্ত্রে কারো?থাকলে বলো সখা-সই।
মানুষ কভু হয় না নাপাক হালাল এমন কর্মে
নাপাক কার্যেই জন্ম লয়ে গুরুর আসন নিলে ধর্মে ?
আত্মাদর্শ আদম হাওয়ার স্বর্গ- মাঝে ছিল বাস
তাদের প্রেমে নাপাক স্বর্গ ?বেহুঁশ স্রষ্টা দিলো পাশ?
নাপাক নয় কেউ জীবন-মৃত্যে থাকলে বুকে রত্তি ঈমান,
তারেই কেবল নাপাক বলি বক্ষে নেই যার স্রষ্টার শান ।