মা কোথায়?বাবা কোথায়?
কোথায় খেলার সাথি বোন?
বুঝে গেছে হৃতস্বর্বস্ব নিষ্পাপ শিশুটি-
ওসব আজ অরণ্য রোদন!
নৃশংস বর্রবতার আগুনে ঝলসে গেছে
সোনালী দিন,হাসিমাখা সজীব শৈশব,
চিরতরে দাফন হয়েছে স্বজন-সান্নিধ্য সুখ
ক্রমাগত বাড়ছে শুধু মনে অনিবার্য ঘৃণা।
মুহুর্মুহু বোমার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে স্বপ্নিল আগামী,
মানুষ হতে নয় এখন চায় শুধু বাঁচতে
প্রতিশোধের তীব্র আগুন বুকে।
অসির চেয়েও মসি বড়
সহসাই পড়ে মনে পাঠশালায় শেখা কথাটি,
ফিরিয়ে দাও আমাদের ভূমি,আমাদের ন্যায্য অধিকার,আমাদের স্বাধীনতা হে বিশ্ববাসী
রক্তের কালিতে লিখে দিলো-
ধ্বংসস্তূপ থেকে বের হওয়া ফিলিস্তিনি জীবন্মৃত শিশুটি।