ফাগুন শুধু প্রকৃতিতেই নয়,' আমার দু'চোখেও আজ এসেছে ফাগুন!
চক্ষু মেলে তাকাই যেদিক-
মনে হয় স্বদেশ আমার সাজানো বাসর!
সুন্দরের সৌন্দর্যে নিশ্চল হয়ে আসে দৃষ্টি!
গাছে গাছে সবুজ পাতা,ফুল-পাখি,নদী-নারী
বিধাতার কী অপরূপ সৃষ্টি!
নতুন করে আরো বাড়ে দেশপ্রেম,
সৃষ্টির রূপ-মুগ্ধতায়,এই ফাগুনই আমায়
সেই স্রষ্টাকে ভাবায়।
ফাগুন শুধু প্রকৃতিতেই নয়,ফাগুন এসেছে
আমার এই মনে!
ইচ্ছে করে-চেনা-অচেনা সব কবিতার সনে
নিজেই কথা বলি আগ বাড়িয়ে,
কথায় কথায় যাই কথার দেশে হারিয়ে।
ইচ্ছে করে-তাদের খোঁপায় গুঁজে দেই
এই বসন্তে ফোটা সমস্ত রঙিন ফুল।
সচকিত হই,ভেঙে যায় ভুল
সহসাই আমায় পিছু ডাকে ঘর!
খপ করে ধরে ফেলে হাত!
গৃহবন্দী সেই ইচ্ছের অধিকার!
সবার হৃদয়ে নিবাস হলেও
কবির হৃদয়ে শুধু একটি কবিতার।
আকাশে-বাতাসে ভাসে বিরহী সুর-
ফাগুন তুমি দিও না আগুন সোনার সংসারে আমার।