এত অস্থির কেন ভাই!
এখনও আঁধার টুটে নাই।
এখনই কেন এত হুলুস্থুল!
রাতটা একটু শেষ হতে দাও
অতঃপর যত চাও,ডালিতে ভরে নাও
ফুটতে দাও অবারিত আলোর ফুল।
এই যে এত রক্ত ঝরল
এত মানুষ মরল,
এত ত্যাগ,এত বিপ্লব
বৃথা করে দেবে সব?
মহাকাব্যিক বিজয় সহসাই কিন্তু আসে না
সদ্য প্রসূত শিশু সঙ্গে সঙ্গেই হাসে না।
এখনও অনেক বাকি.........
ষড়যন্ত্র সমূলে নাশে এসো জাতীয় ঐক্য রাখি।
এসো অন্তঃকলহ ভুলে মিলনের সুর বাজাই
স্বার্থচিন্তা ত্যাগে এসো দেশটা আগে সাজাই।