"দোয়া শুধু চাই"
চিশতী রাজু আহমেদ ।
রচনাকালঃ ২৭/০৬/২০২০ খ্রিঃ
অক্ষরবৃত্তেঃ মাত্রাঃ ৮+৬
সালাম হুজুর সাব কেমন আছেন ?
বেয়াদবি মাফ করে দিয়ে দেন সব
আমরাও চলে যাই সবাই বাঁচেন
সম্মান রাখুন ধরে রুদ্ধ করে রব ।
ওহ্ দুঃখিত হুজুর ভুলে গেছি জাত
আগেই উচিত ছিল পরিচয় দেয়া
দাগি আসামি সকলে লুটেরা ডাকাত
দিনেতে ঘুমাই রাতে কাজ লুটে নেয়া।
এক রজনীর আয় যায় নিয়ে যাক
আবার দেবে আল্লাহ ফের ওয়াজেতে
খুব পাজি ছেলে ওরা প্রাণ বেঁচে থাক
হুজুর এই শান্তনা দিলে নেন গেঁথে ।
ঘন্টা দুয়েক বয়ানে লাখ টাকা পান
সাহেবি চলন সাথে খানা দানা জোশ !
সামান্য টাকার চেয়ে দামি বেশি জান ?
দিয়ে দেন আছে যতো মন রেখে খোশ ।
ঠিক বলেছেন এটা ধান্দার কামাই
লাখ টাকা উপার্জন সব যেন ছাই !
আপনাদের টাকাতে ভেজাল যে নাই
বহু দিন বসে খাবো দোয়া শুধু চাই ।