তুমি সুন্দর বলেই সবকিছু এতো মনোহর!
হয়নি যদিও তোমায় দেখে দৃষ্টি জুড়ানোর সুখ!
তবুও বিলীন হই তোমাতে!
ডুব-সাঁতার কাটি তোমার প্রেমের অকুল সাগরে.......
তোমার ভাবনায় কাটে অহর্নিশ।
কল্পনার রঙ মেখে সাজায়ে তোমাকে
অন্তরের চোখ দিয়েও পারি না'কো দেখতে!
রঙ-তুলির আঁচড়েও আঁকতে পারি না
খুব নামকরা চিত্রশিল্পী হয়েও!
এতো ভালোবেসেও দেখার অধিকার বঞ্চিত আমি!
এই কি তোমার প্রেমের প্রতিদান?