দিঘল রাতের ছটফটানি
সইতে না আর পারি ,
আশার আলো দেখছি ক্ষীণ
শঙ্কা হচ্ছে ভারী ।
সময় যেনো থমকে আছে
বন্ধ ঘড়ির কাটা !
শুয়ে বসে ক্লান্ত ভীষণ
পড়ছে সুখে ভাটা ।
আসবে কখন ঊষার লগন
হাসবে আলোর রবি ?
ভাসবে কখন দিবস তরী
নাশবে কালোর ছবি ?
দেখবো কখন পাখির মেলা
চোখ দুটো যে মেলে ?
মুক্তি পাবো কবে সবাই
বন্দীদশা ফেলে ?
খুব অচিরেই মিলবো সবে
বিষাদ যাবো ভুলে ,
শান্তি সুখের পরশ পেয়ে
গাইবো পরান খুলে ।