এত শ্রদ্ধা-ভালোবাসা রাখবে কোথায়!
সম্মানের ভারে আজ তুমি ন্যুব্জ!
নিখাদ হলেও আমাদের ভক্তি-ভজন
তোমার কাছে স্তাবকতা বলেই গণ্য হয়!
যে যত পায়,সে তত চায়
পাওয়ার অধিকার যেন শুধুই তার!
বুঝলে না আজও,কে আপন কে পর
আমাকেও ভাবলে কানা ছেলে পদ্মলোচন!
বিচারের তালগাছের মালিকানা নিয়ে
আপনার কথাতেই থাকলে অটল,
সম্পর্কের দাম দিলে না কানাকড়িও!
ধুলায় মিশিয়ে দিলে ভক্তের বিশ্বাস !