বড্ড সেকেলেই রয়ে গেলে তুমি!
যুগের হাওয়া আজো লাগালে না গায়!
বাসন্তী রঙ আজো মাখলে না হৃদয়ে
বর্ষার কদম-কেয়ার রূপেই চোখ দু'টো বিভোর!
সময়ের সাথে মানুষ বদলায় নিজেকে
সময়কে মানুষ করেছে জয় অথচ তুমি এখনো সুদূর অতীতে!
টুইটার,ম্যাসেঞ্জারের যুগেও সেই নীল খামের চিঠির কথা ভাবো!
এখনো যেন সাদা-কালো টিভির অ্যান্টেনা ঘুরাও!
তোমাকে ঐতিহ্য ভুলতে বলছি না
আধুনিক মননে করো ঐতিহ্যের চাষ।
হোক সে কবিতায়,হোক সে গানে, চলনে-বলনে,আচরণে ।
পোস্ট করো সেই আবেগমাখা চিঠির কথাগুলো টুইটার,ম্যাসেঞ্জারে নিমেষেই।
নতুনত্ব দাও পৃথিবীকে,অনেকদিন তোমায় রাখবে মনে।
পরিবর্তন শব্দটি'ই পৃথিবীতে ধ্রুব।
পরিবর্তন শব্দের-ই পরিবর্তন নেই
বাকি সব বদলায় রূপ।
অথচ পুরাতনেই এখনও তোমার অপার বিস্ময় !
পরিবর্তনের মতোই যেন আরেকটি ধ্রুব শব্দ তুমি!