এতদিনে বুঝে গেলাম ভেতরেকার মর্ম
বড় বড় বাবু কেন করে অপকর্ম!
গণ্ডারের ন্যায় পুরু করে গোটা দেহের চর্ম
লোভে পড়ে দাহ করে নীতি-ন্যায়ের ধর্ম!
কারো নেশা সম্পদে কেউ মজে নারীতে!
শখে মজে কেহ দেখি হাতি পোষে বাড়িতে!
ভাব ধরে থাকে কেউ চাল নেই হাঁড়িতে!
নাম তার থাকে যেন ওলিকুল সারিতে!
ক্ষমতার দাপটেতে রাত করে কেউ দিন!
দেশ তার বাপ-দাদার বাকি সবে ঢেউ টিন!
মেহনতি জনতার পিছে লাগে ফেউ ঋণ!
রোগে-শোকে রবে বেঁচে হয় আশা সে'ও লীন!
এত বড় জ্ঞানী-গুণী বসে বড় চেয়ারে
রাষ্ট্রটাকে খাচ্ছে লুটে কি করে ডোন্ট কেয়ারে?
কপালেতে উঠে চোখ ডাকে দুঃখের দেয়া রে!
হতাশাতে মেধাবীদের ডুবে আশার খেয়া রে!
মেধা-জ্ঞানের জোরে নয় সে অর্থকড়ির জোরেতে!
প্রশ্নপত্র কিনে রয় সে মহাসুখের ঘোরেতে!
ওদিকে তে খেটে মরেও দিবানিশি ভোরেতে
স্বপ্ন পড়ে মাটি চাপা দুর্নীতির ঐ গোরেতে!
মালি থেকে বড় সাহেব প্রশ্ন ফাঁসের হোতা রে!
জাতিটাকে করে দেবে মেধা শূন্য ভোতা রে!
খুব গভীরে রয়েছে যে অনিয়মটা পোতা রে
কে করিবে মূলোৎপাটন চুলায় দেবে মোতা রে?
গাড়ি চালক,দারোয়ান আর পিয়ন-সুইপার ব্যাডারে
দেশটা তোরা ভইরা দিলি বিসিএসের ক্যাডারে!
ঘুষ না দিলে পায় না রেহাই,হোক না আপন জ্যাডা রে
টাকা দিয়ে কেনা চাকরি ছাড় দেবে কোন স্যাডা রে !
একই পালের গরু সবাই থাকে মিলে গোয়ালে
এক গেরস্তের জমি চষে একই লাঙ্গল-জোয়ালে!
যায় না ধরা জালে কভু জেলেকেও যে শোয়ালে
ধরা পড়ে চুনোপুঁটি-ই ছুটে যায় গো বোয়ালে!