পূর্ণ হলো প্রেমাভিলাষ
তৃপ্ত হলো হিয়া,
আজ নিশিতে স্বপনেতে
ধরা দিলো প্রিয়া ।।
প্রেমের ভরা গাঙে আজি
ভাসলো প্রমোদ তরী,
জল তরঙ্গে ঢেউ খেলে যায়
দেহ সুখে ভরি ।।
স্বপ্ন মাঝে আরেক স্বপন
পূর্ণতা পায় ক্রিয়া ।।
আজ নিশিতে স্বপনেতে
ধরা দিলো প্রিয়া ।
জাগরণে ভাবি যতোই
ততই ব্যথা জাগে,
রাত্রিটা কেন হয়নি দিঘল
প্রভাত হবার আগে !
সুখের রেশটা হতো ভারী
প্রেমের পরশ নিয়া ।।
আজ নিশিতে স্বপনেতে
ধরা দিলো প্রিয়া ।