বাংলাদেশে জন্মেও যারা
দেশকে ভাবে পর,
বাছাই করে একটা একটা
স্বদেশ ছাড়া কর।
ধর শালাদের ধর!

দেশের  খেয়ে  দেশের পরে
ভিন  দেশীদের  স্বার্থে লড়ে-
খুব গোপনে  যারাই সাজে
পরদেশের-ই চর!
ধর শালাদের ধর!

বাংলা মাকে নিঃস্ব করে
অর্থবিত্তের পাহাড় গড়ে-
পাচার করে দেশের টাকা
বান্ধে বিদেশ ঘর!
ধর শালাদের ধর!

ম্লান করে নিজ মা'র হাসিকে
বুকে   টেনে    নেয়  মাসিকে!
মাসির কাছে  মায়ের  কুৎসা
রটায় জীবন ভর!
ধর শালাদের ধর ‍!

ভিন্ন  দেশের মোহ চুমি
যাদের কাছে জন্মভূমি-
তিক্ত লেগেও থাকে কেবল
খাইতে দুধের সর!
ধর শালাদের ধর!

আরেক রাষ্ট্রের প্রেমের টানে
যারাই   দেশের    স্বার্থ  হানে
মূল থেকে দে  উপড়ে ফেলে
করিসনে আর ডর!
ধর শালাদের ধর!