করে যাই ধিক ! তোমাদের ধিক !
ভুল করেও আজ নেই শোচনা
ভাবছো, এটাই ঠিক !
ধিক ! তোমাদের ধিক !
রক্ত দিয়ে খেলছো হোলি
যাচ্ছে ঝরে ফুলের কলি
আমজনতাই পাঠার বলি
ভাবছো পানের পিক !
ধিক ! তোমাদের ধিক!
ভুল পথে আজ যাচ্ছো ছুটে
মনুষ্যত্বের বাঁধন টুটে
নিচ্ছো নিজের ফায়দা লুটে
গাচ্ছো নিজের রিক !
ধিক ! তোমাদের ধিক !
নিজের ঘরেই জ্বালছো আগুন
প্রতিবাদের আনছো ফাগুন
বলবে হেসে সবাই ভাগুন
সামলে ওরা নিক !
ধিক ! তোমাদের ধিক !
অস্থিরতা এই যে দেশে
দায়টা কে ভাই নেবে শেষে
পাল্টা দাবি তুলবে রেষে
একে অন্যের দিক !
ধিক ! তোমাদের ধিক !
দেশটাতো নয় কারো বাপের
নই ভাগীদার কারো পাপের
লেজটা কেটে দেবো সাপের
মারবো জোশে কিক !
সবাই বলছে এটাই ঠিক।।