মাত্র ক'টা দিনের জন্য আসিস মা তুই ভবে
তাতেই যে তোর সন্তানেরা মেতে উঠে সবে।
ভক্ত-হৃদের   আর্জিগুলো
পায় যদি তোর কৃপা'র ধুলো
এবার পুজোয় সুখানন্দের নহর ব‌ইবে তবে।

বনের কুসুম মনেই ফোটে মর্ত্যে তোকে পেয়ে
একটুও কি  রাখিস খবর  কৈলাসেতে  যেয়ে?
ভক্তি  শ্রদ্ধায়  দেই  না তো ভাগ
তারপরও ক্যান করিস তুই রাগ
দয়া মায়া নাই দিলে তোর ওগো নিঠুর মেয়ে?

পুজারীরা  ডাকে তোরেই  দুঃখ-ব্যথা  পেলে
দেখেও যেন দেখিস না তুই ত্রিনয়ন'টা মেলে!
কোন সে আঘাত-অভিমানে
বিরাগ থাকিস তাদের পানে
দুর্গতিনাশ করিস না ক্যান স্নেহের বারি ঢেলে?

থাকিস  না  আর   মূর্তি  হয়ে  মৃন্ময়ী রূপ-ছলে
নামের বড়াই নয় তো মিছে জাগ রে শক্তি-বলে
রাবণ দলে তিলে তিলে
বিশ্বটাকে খাচ্ছে  গিলে
প্রলয় মালা  দে পড়ায়ে  সব রাক্ষসের  গলে।

দুর্গম অসুর  বধেই পড়লি দুর্গা নামের হার
মহিষাসুর মর্দিনীর পর নেইকো ভূষণ আর
মানুষ এখন বড় অসুর
নিত্য তাদের বাড়ছে কসুর
মানবাসুর ধ্বংসে দেখা চিন্ময়ী রূপ আবার।