হচ্ছেটা কী ! ঘটছে কী সব ! ভাল্লাগেনা আর
দে শালাদের রাম প্যাদানি কেউ পাবে না ছাড়।
হট্রগোলে যাদের লাগি আমরা পাঠার বলি
যাদের তরে যাচ্ছে ঝরে নতুন ফুলের কলি ।
সুখের ঘরে দিচ্ছে ঢেলে দুখের অগ্নি-বান
ডুবায় যারা বিশ্বমাঝে সোনার দেশের মান।
ধর্মটাকে করছে যারা হাসির রসদ ভাই
ঠাপের চোটে বেজন্মাদের হাড় করে দে ছাই ।
ধর্ষিতা আজ মাতৃভূমি ল্যাংটা তাহার দেহ
এসব দেখেও রুখে দেবার নেই কি মরদ কেহ ?
পুরুষত্ব বাক্সে ভরে এফিডেভিট করে
সেটাই ভালো হিজড়া হয়ে থাক না শাড়ি পড়ে !
হতাশ জাতি নেতৃত্বে সে কাণ্ডারিকেই চায়
যেজন স্থান-কাল-পাত্র বুঝে হকের পথেই ধায়।
খেটে খাওয়া আমজনতা শান্তি চাহে ত্রাণ
কখনজানি পড়বে ঝরে কার'বা তাজা প্রাণ !
শঙ্কাতে আজ ঘরের কোণে লুকিয়ে থাকে সবে
আঁধার কেটে একটু পরেই হয়তো ভোর'টা হবে।