"দাও করুণার বারি "
চিশতী রাজু আহমেদ ।
স্বরবৃত্তেঃ ৪+৪+৪+২
আমরা পাপী বড়ই তাপী
কাঁদছি দু'হাত তুলে,
চুপ থেকো না দাও'গো প্রভু
দয়ার দুয়ার খুলে ।
আজাব গজব নাওগো তুলে
দাও করুণার বারি,
স্বজন হারার এ বেদনা
সইতে না আর পারি ।
তাজা তাজা প্রাণগুলো আজ
যাচ্ছে নিত্য ঝরে,
চোখের সামনে করুণ মৃত্যু
সইবো কেমন করে ?
তুমি ছাড়া নেই'কো মাবুদ
রক্ষা করার কেহ,
পঁচা কীটে খাচ্ছে আজি
শ্রেষ্ঠ জীবের দেহ ।
শ্রেষ্ঠ করে করলে সৃজন
যেই মানবকে ভবে,
লজ্জাজনক এমন মরণ
দিচ্ছো কেন তবে ?