"উৎসবের আমেজে বৃক্ষগুলোও যে
সেজেছে নতুন সাজ,
গোটা দুনিয়া গিয়েছে বুঝে -
পঁচিশে ডিসেম্বর,বড়দিন আজ।
সত্য সুন্দরের পবিত্র আলোয়
আলোকিত হোক সকলের মন,
চেতনায় যেন সবাই করি গো লালন
মহামতি যিশুর জীবন দর্শন।
উৎসবের আনন্দে বিহ্বল হয়ে
সে উৎসবের মাহাত্ম্য যেন না ভুলি,
সাচ্চা দিলে এসো করি ফরিয়াদ
হাত দু'খানা তুলি।
এ অবনিতলের সকল অসুন্দর
সুন্দর কর হে প্রভু,
তোমারি করুণা করি শুধু প্রার্থনা
বঞ্চিত করো না কভু।"