থালা - বাটি - ঘটি
শাবল-কুড়াল-বঁটি
তৈজসপত্রই সিঁধেল চোরায় করত তখন চুরি!
গরু ছাগল ভ্যাড়া
যতই থাকুক ত্যাড়া
নিপুণ হাতে লুটতে তা-ও ছিল না তার জুড়ি!
যুগের সাথে লড়ে
বদলে গেল চোরে
পোষায় না আর ওসবে যে চড়া মূল্যের বাজার!
বাস কিংবা ট্রেন
জাহাজ এরোপ্লেন
অস্ত্র ধরে হরণ করে ভাব দেখাত রাজার!
কেন থাকবে চোরে পিছে?
এসব বিদ্যা - ডিগ্রি মিছে?
ভোল পাল্টে চোরের এখন ভদ্রবেশী সাজ!
কলমটাকে অস্ত্র করে
দ্যাশটাকে বিবস্ত্র করে
হাজার কোটি অর্থ হাতায় সাহেব-চোরায় আজ!
চোরের জাগল খায়েশ মনে
এবার যাবে নেতা বনে
বঙ্গ চোরের রঙ্গে অবাক বৃটিশ বন্ধু আইজ্যাক!
করুণ আর্তনাদে
হাসি থুয়ে কাঁদে
শুনল যখন-এই দেশেই হয় আন্দোলনও হাইজ্যাক!