প্রকৃতিটাও বদলে গেছে
তোমার মতোই সই!
মনের ফাগুন আসছে ঠিকই
বনের ফাগুন কই?
শীত-প্রেয়সীর মায়ার-ডোরে
ফাগুন বাঁধা আজও,
জমছে শিশির কমছে না হিম-
কুহেলিকার সাজও!
ঘুম টুটেনি ঋতুরাজের
খই ফুটেনি ফুলের!
হঠাৎ এমন বদলে যাওয়া
মাশুল কোন সে ভুলের?
কুঞ্জকানন দেখেই লাগে
জীর্ণ-শীর্ণ বুড়ি!
শুকনো পাতার রাজত্বে নেই
হলদে-সবুজ কুঁড়ি!
দেখছি না যে রঙের বাহার
কৃষ্ণচূড়ার শাখে!
মান করেছে শিমুল-পলাশ
শাল-মহুয়ার ডাকে।
দিচ্ছে না দোল বুলবুলিটা
ফুল শাখাতে আজ,
বসন্ত-দূত প্রেমের কোকিল
পাচ্ছে সেও লাজ!
মান-অভিমান ভুলবে কবে
খুলবে মনের দোর?
পুরান সাজেই আর কতকাল
আসবে নিশি-ভোর?
নব্য জীবন কাব্য রচে
হাসবে বলে তুমি,
ভাসবে বলে প্রণয় সুখে
নতুন স্বপ্ন চুমি।
মাতাল হাওয়া বইছে বুকে
কেমনে সয়ে রই?
পাষাণ প্রিয়া আর দিও না
আশার বাসায় মই।।